শাজাহানপুর উপজেলা বিএনপির জরুরি আলোচনা সভা

: শাহজাহানপুর প্রতিনিধি
প্রকাশ: ৩ দিন আগে

বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির জরুরি সভা গতকাল শনিবার বিকেলে মাঝিড়াস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎতের পরিচালনায় জরুরি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহিন সানি, সহ-সভাপতি ইদ্রিস আলী সাকিদার, সিনিয়র যুগ্ম- সম্পাদক হাই রনি, ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ। সভায় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। মোটর শ্রমিক ভোটে বিএনপি সর্মথিত প্রার্থীদের নিরস্কুশ বিজয় অর্জনের লক্ষে নেতাকর্মীদের গনসংযোগ ও ভোট প্রার্থনা করার চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়। এছাড়া সাংগঠনিক বিভিন্ন বিষয়াদি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।