প্রশ্ন: আমার বয়স ৪২ বছর। ওজন ৬৩ কেজি। আমার মাঝেমধ্যে গলাব্যথা করে। বিশেষ করে শীতের সময়, গলার মধ্যে কুয়াশার মতো ঠান্ডা জমে থাকে। গলার মধ্যে অস্বস্তি লাগে এবং গলা চিরে কাশি হয়। এতে বুক, পেট ও কানের মধ্যে ব্যথা হয়। নাক, কান ও গলার ডাক্তার দেখিয়েছি, তিনি বলেছেন টনসিল ও অ্যালার্জির সমস্যা। স্থানীয় ডাক্তার দেখালে হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক দেন। একবার কাশি হলে সারতে লেগে যায় ছয় মাস। গলাব্যথার শুরুতেই কী ওষুধ খেতে পারি, যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি?
নাসরিন রহমান, নওগাঁ