‘সরকার ত্বকী হত্যার বিচারপ্রক্রিয়া শুরু করলেও তেমন অগ্রগতি হয়নি’

:
প্রকাশ: ৪ মাস আগে

অন্তর্বর্তী সরকার ত্বকী হত্যার বিচারকাজ আবার শুরু করলেও তেমন অগ্রগতি হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।

নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৪২ মাস উপলক্ষে আয়োজিত আলোক প্রজ্বালনে তিনি এ মন্তব্য করেন।

আজ বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট ওই আলোক প্রজ্বালনের আয়োজন করে। এতে জোটের সভাপতি জিয়াউল ইসলাম সভাপতিত্ব করেন, সঞ্চালনা করেন জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা।

ওই অনুষ্ঠানে রফিউর রাব্বি, খেলাঘর আসরের সাবেক সভাপতি রথীন চক্রবর্তী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, বাসদের সদস্যসচিব আবু নাইম খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি মাহমুদ হোসেন, সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা প্রমুখ বক্তব্য দেন।