সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণই অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত

:
প্রকাশ: ৪ মাস আগে

শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘সুশাসিত গণতান্ত্রিক শাসনব্যবস্থায় উত্তরণ ঘটাতে পারি, এটাই অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। সংস্কার বলি, নির্বাচন বলি, আসল লক্ষ্য হলো ভালো গণতান্ত্রিক ব্যবস্থার ভিত যাতে প্রস্তুত হয়।’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের এ কথাগুলো বলেন। জনমিতির সুবিধা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এমন অভিমত দেন। তিনি বলেন, ‘কোভিড থেকে শুরু করে ছাত্র–জনতার অভ্যুত্থান পর্যন্ত এক অস্থির সময়ের মধ্য দিয়ে গেছে আমাদের তরুণসমাজ। তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ করতে পারেনি। এতে দীর্ঘ মেয়াদে ক্ষতি হয়েছে।’ এ জন্য তিনি সুশাসিত গণতান্ত্রিক শাসনব্যবস্থায় উত্তরণের কথা বলেন।