মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে তিনটায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৈয়দ কবির আহমেদ মিঠুকে অবাঞ্ছিত ঘোষণা করেছে শ্রমিক দল। ঘোষণা দেওয়া হয়। এতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তারা জানান, সৈয়দ কবির আহমেদ মিঠু এক সময় আওয়ামী লীগ, আবার কখনো জাতীয় পার্টির ছায়ায় থেকে রাজনৈতিক পরিচয় বদলে শ্রমিক সংগঠনের বিভিন্ন ইউনিট দখল করেছেন। বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মিঠু শ্রমিকদের ব্যবহার করে নানা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এবং বর্তমানে তিনি ‘মোমবাতি’ প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন।
তারা আরও জানান, মিঠুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায় তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে আজকের মধ্যেই তাকে অবৈধ ঘোষণা করার দাবি জানান। যদি এই দাবি পূরণ না হয়, তবে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনকে সাথে নিয়ে শ্রমিক দলের পক্ষ থেকে সৈয়দ কবির আহমেদ মিঠুকে সম্পূর্ণরূপে বয়কট করা হবে এবং তাকে বগুড়া থেকে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।