স্টেশনেই সন্তান প্রসবে সহায়তা, প্রশংসায় ভাসছে রেল পুলিশ

: ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩ মাস আগে

রেল পুলিশের নারী সদস্যদের সহায়তায় রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে পৃথিবীর আলো দেখলো এক নবজাতক। মানবিক এই দৃষ্টান্ত দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন রেল পুলিশের সদস্যরা।

জানা যায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ প্রসব বেদনা ওঠে ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনে ভ্রমণ করা এক নারীর। খবর পাওয়ার পরই বিমানবন্দর রেল স্টেশনে সার্বিক সহযোগিতায় এগিয়ে আসলেন রেলওয়ে পুলিশের সদস্যরা। তাদের সহায়তায় বিমানবন্দর রেল স্টেশনে পৃথিবীর আলো দেখলো নবজাতক। মা ও নবজাতক শিশু সুস্থ আছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।এদিকে, রেল পুলিশের নারী সদস্যদের ওই নবজাতককে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকার ছবি ভাইরাল ফেসবুকে। অনেকেই ছবিটি শেয়ার করে রেল পুলিশের প্রশংসা করেছেন।নেটিজেনদের অনেকে লিখেছেন, মানবতার জয় হোক। আলহামদুলিল্লাহ। আল্লাহ এই রেলওয়ে পুলিশদের উত্তম প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ। আবার কেউ লিখেছেন, আমি ভাবতেই পারছি না পুলিশ এই কাজ করছে যাক পুলিশদেরকে শ্রদ্ধাঞ্জলি। এই বাচ্চার জন্য আজীবন ট্রেন যাতায়াত ফ্রি করার দাবি জানিয়েছেন কেউ কেউ।নবজাতকের মা রুমা আক্তার জানান, “তার স্বামীর বাড়ি কুমিল্লায়। সন্তানসম্ভাবা হওয়ায় তেজগাঁওয়ে তার বাবার বাড়ি আসছিলেন তিনি। ইতোমধ্যে তার বাবা এসে স্টেশন থেকে এসে তাকে নিতে আসার জন্য রওনা দিয়েছিলেন বলেও জানান তিনি।”

ঢাকা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে আসা নারী যাত্রী রুমা আক্তারের (২২) প্রসব বেদনা ওঠে। খবর পাওয়ার পর তাৎক্ষণিক রেলওয়ে পুলিশের সার্বিক সহায়তায় প্ল্যাটফর্মেই সন্তান প্রসবের ব্যবস্থা করা হয়।মা ও নবজাতক কন্য দুজনই সুস্থ আছেন। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে তাদেরকে ভর্তির ব্যবস্থা করা হয়েছে বলেও রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।