হাঁসের মাংসে বাউ খেয়েছেন কখনো?

:
প্রকাশ: ৩ মাস আগে

স্টাফিং বাউ

বাউয়ের উপকরণ: তরল দুধ পৌনে ১ কাপ, ইস্ট ১ চা-চামচ, ময়দা ২ কাপ, চিনি ১ চা-চামচ, জলপাই তেল ১ চা-চামচ ও লবণ সিকি চা-চামচ।

স্টেকের জন্য উপকরণ: হাঁসের বুকের মাংস ১ টুকরা, আদাবাটা ১ চা-চামচ, সয়া সস ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, গোলমরিচগুঁড়া ১ চা-চামচ, পাপরিকা ১ চা-চামচ, লবণ সামান্য ও শর্ষের তেল ১ টেবিল চামচ।

স্টাফিংয়ের উপকরণ: টমেটো সস আধা কাপ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, সবুজ ক্যাপসিকাম টুকরা ১ কাপ ও গোলমরিচগুঁড়া আধা চা-চামচ।