কৌতুক


নাজিফা ইয়াসমিন
একাদশ শ্রেণি
মুজিবুর রহমান মহিলা কলেজ

১। ১ম ফকির : আজ আমি একটা ১০০ টাকার নোট কুড়িয়ে পেয়েছি।
২য় ফকির : তাহলে তো তোর আজ ভাগ্য খুব ভালো।
১ম ফকির : না রে! ভাগ্য ভালো না। নোটটা জাল ছিল, তাই ফেলে দিয়েছি।
২য় ফকির : ক্যামনে বুঝলি?
১ম ফকির : তুই কখনো ১০০ টাকার নোটে ১ এর পর ৩ টা শূন্য দেখেছিস?

২। কাসে শিক্ষক আর ছাত্রের মধ্যে কথা হচ্ছে –
শিক্ষক : পৃথিবীতে সবচেয়ে প্রাচীন পশুর নাম কী?
ছাত্র : স্যার, জেব্রা।
শিক্ষক : বলো কী! জেব্রাকে কেন তোমার প্রাচীন পশু বলে মনে হলো?
ছাত্র : স্যার, প্রাচীনকালে সবকিছু তো সাদা-কালো ছিল। এখন সেই সাদা-কালোর বদলে সবকিছু রঙিন হয়েছে কিন্তু জেব্রা তো এখনো সেই সাদা-কালোই রয়ে গেছে।তাহলে তো জেব্রা প্রাচীনকালের পশুই হওয়ার কথা।


Leave a Reply

Your email address will not be published.