সিরিয়ার প্রেসিডেন্ট হলেন আবু মুহাম্মাদ আল জুলানী

: ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৪ মাস আগে

সিরিয়া বিপ্লবের প্রধান নেতা আহমাদ আল-শা’রা ওরফে আবু মুহাম্মাদ আল জুলানীকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। গত বছরের শেষ দিকে তার নেতৃত্বে সুন্নি মুসলমান যোদ্ধারা স্বৈরশাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে।

তিনি কমান্ডার হাসান আবদুল ঘানি সিরিয়ার ২০১২ সালের সংবিধান বাতিল এবং আসাদ সরকারের সংসদ, সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর বিলুপ্তি ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।নতুন প্রেসিডেন্ট শা’রা জানিয়েছেন, তিনি একটি অন্তর্বর্তীকালীন আইনসভা গঠন করবেন, যা দেশের শাসন পরিচালনা করবে। যতক্ষণ না একটি নতুন সংবিধান অনুমোদিত হয়।

তিনি বলেন, আসাদবিরোধী সব দলকে ভেঙে ফেলা হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে একীভূত করা হবে।সেনা কমান্ডারদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি আরও বলেন, নতুন নেতৃত্বের সামনে রয়েছে ‘একটি বিশাল দায়িত্ব ও কঠিন চ্যালেঞ্জ’।