নাটোরের বাগাতিপাড়ায় খাবার খাওয়ার সময় বাবাকে মারধর ও চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় দায়ের করা মামলায় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে পুলিশ তাকে আদালতে পাঠায়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বাবা মিন্টু আলীর দায়ের করা মামলায় ছেলে সেজান মাহমুদকে (২৪) রোববার গ্রেপ্তার করে পুলিশ।
মামলা ও পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে পরিবারের সঙ্গে খাবার খাওয়ার সময় বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় সেজান তার বাবা মিন্টু আলীকে মারধর করেন। এর একপর্যায়ে ঘর থেকে চাপাতি এনে বাবাকে কোপ দেন। তখন চাপাতি হাত থেকে ফসকে তার দাদি নাসরিন বেগমের কোমরে আঘাত করে। এতে তিনি জখম হন। এ ঘটনায় শনিবার মিন্টু আলী বাদি হয়ে বাগাতিপাড়া মডেল থানায় ছেলে সেজান মাহমুদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় রোববার বিকেলে সেজানকে গ্রেপ্তার করে পুলিশ।
বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেজান মাহমুদকে রোববার গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়।