আদমদীঘিতে নারী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

: আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১ মাস আগে

বগুড়ার আদমদীঘি উপজেলার নসরাতপুর শহীদ জিয়া স্মৃতি সংঘের উদ্যোগে মহিলা আন্ত: জেলা প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলা নরসতপুর ডিগ্রী কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ঢাকা জেলা মহিলা দল বনাম দিনাজপুর জেলা মহিলা দল অংশগ্রহণ করেন। খেলায় ১-১ গোলে ড্র হলে টাইফেগারে ৪-৩ গোলে ঢাকা মহিলা দল বিজয়ী হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ প্রতিনিধি ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল। এ সময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা যুবদলের সদস্য শাহজালাল মাহমুদ চপল, আদমদীঘি সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সাত্তার, নরসতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফজাল হোসেন, নসরতপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ চঞ্চল, আদমদীঘি সদর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব ও বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের কার্যনির্বাহী সদস্য শেখ তোফায়েল আহম্মেদ তপু, আবুল কালাম আজাদ-সহ বিএমপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

খেলা পরিচালনা করেন, স্বপন হোসেন, শাহিন, শাকিল ও রাকিব হোসেন।