সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদকে হাতুড়িপেটার ঘটনায় জামায়াত নেতা হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে সেনাবাহিনী তাকে আটক করে থানায় সোপর্দ করলে গ্রেপ্তার দেখানো হয়। হাফিজুর পৌর জামায়াতের প্রচার সম্পাদক।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, হামলার ঘটনায় হাফিজুরকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন পৌর বিএনপির আহ্বায়ক ও আহত আজাদের ভাই আব্দুর রাজ্জাক। গ্রেপ্তার হাফিজুরকে আদালতের মাধ্যমে শনিবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
শুক্রবার দুপুরে জুমার পর থানার গেটের সামনে দাড়িয়ে ছিলেন বিএনপি নেতা আজাদ। এ সময় তার ওপরে হামলার ঘটনার ঘটে। চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
এদিকে হামলার প্রতিবাদে পৌর শহরে শনিবার বিক্ষোভ মিছিল করেন উপজেলা বিএনপির নেতাকর্মী। শহীদ মিনার চত্বরে বিক্ষোভ শেষে প্রতিবাদ সভা করা হয়। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওহাবের সভাপতিত্বে বক্তব্য দেন দলীয় সমর্থক সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি, জেলা কমিটির সহসভাপতি কে এম শরফউদ্দিন মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলু, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক প্রমুখ।