গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬৪ জন নিহত

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

শুক্রবার ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন, এবং হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জরুরি সতর্কবার্তা দিয়ে বলেছে, “গাজায় এখনই খাবার প্রয়োজন,” কারণ লক্ষাধিক মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে।

গাজার সংবাদদাতা জানিয়েছেন, মানুষজন “মানসিকভাবে ভেঙে পড়েছে” — একদিকে ইসরায়েলি বোমাবর্ষণ, অন্যদিকে ইসরায়েলি অবরোধের কারণে সাহায্য পৌঁছাতে না পারায় তারা তাদের সন্তানদের খাবার দিতে পারছে না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৮ মাস ধরে চলা ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৫১,০৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,১৬,৫০৫ জন।