বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের সমন্বয় ও আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, আবাসিক মেডিকেল অফিসার আব্দুল হালিম, প্রাণিসম্পদ অফিসার বেনজীর আহমেদ, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সম্পাদক আবু হাসান, জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, সেক্রেটারি গোলাম রব্বানী, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, মহিউদ্দনি তালুকদার, আনোয়ার হোসেন হিটলু, বিআরডিবির চেয়ারম্যান মোমিনুর রহমান তালুকদার মীম প্রমুখ।
সভায় উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কঠোর ভুমিকা পালনসহ কতিপয় গুরুত্বপুর্ন সিদ্ধান্ত নেয়া হয়।