বগুড়ার নুনগোলায় খাদ্য বান্ধব কর্মসূচীর ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি

: বগুড়া সদর প্রতিনিধি
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্য়ন্ত বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের বিভিন্ন ডিলার পয়েন্টে খাদ্যবান্ধব কর্মসূচি আওতায় হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল বিক্রয়ের উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ্ মোঃ আব্দুর রশিদ বজলু।

নুনগোলা ইউনিয়নের ৪টি ডিলার পয়েন্টে প্রায় ২ হাজার জন কার্ডধারী সুবিধা ভোগীদের মাঝে এ চাল বিক্রি করা হয়। প্রতিজন কার্ডধারীর মাঝে ১৫টাকা কেজি দরে সর্বোচ্চ ৩০ কেজি চাল বিক্রি করা হয়। স্বল্প টাকায় চাল পাওয়ায় অনেক খুশি নিম্ন আয়ের মানুষরা। এসময় কার্ডধারী সুবিধা ভোগীগণ বলেন, ১৫ টাকা কেজি দরে চাল পেয়ে আমরা নিম্ন আয়ের মানুষগণ অনেক উপকৃত হচ্ছি। ভবিষ্যতেও যেন এটা চালু থাকে আমরা সেই আশা করি। স্বল্প মূল্যে চাল সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করেন বলে মনে করেন অনেকে। বিতরণ কার্যক্রমের সার্বিক তত্বাবধানে ট্যাগ অফিসার হিসেবে উপস্তিত চিলেন বগুড়া সহকারী সমাজসেবা অফিসার হারুন অর রশিদ।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শাহ্ আলম জনি, সাংগঠনিক সম্পাদক আতিকর রহমান আতিক, ইউনিয়ন যুবদলের আহবায়ক বিপুল কর্মকার, সদস্য সচিব শাহিনুর রহমান শাহীন, বিএনপিনেতা নজরুল ইসলাম মিন্টু, আতিকুর রহমান আতিক, ডিলার আঃ রশিদ, সিজু, সেচ্ছাসেবকদল নেতা বিপুল, জুয়েল, যুবনেতা জিল্লার, আব্দুস সালাম, ভুট্টো, পাপ্পু, ছাত্রনেতা ছালেক প্রমুখ ।