বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কেক কর্তন ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে গত ৪ মে সকালে মেইল বাসস্ট্যান্ড এলাকায় অস্থায়ী কার্যালয়ে পৌর শ্রমিক দলের সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মতিনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির মৎস্য প্রাণিসম্পদ বিষয়ক সহ-সম্পাদক ও দুপচাঁচিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, বিএনপি নেতা তানজিল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ওয়াসিম, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ফরিদ সোহেল, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, শ্রমিকদল নেতা শাহিনুর হোসেন, হামিদুর রহমান, আসাদুজ্জামান খান রবি, কৃষকদল নেতা কাওসার আলী সেখ, মহিলা দলের নেত্রী আছফিয়া হায়াত সিলভা, ফাতেমাতুজহুরা পলি, রাহেমা আকতার প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিরা কেক কর্তন করেন ও দোয়া মাহফিলে পরিচালনা করেন মওলানা আব্দুল্লাহ বাকী বিল্লা