বগুড়া সদর থানার ওসি আওয়ামী দোসর মইনুদ্দিনের প্রত্যাহার এবং সাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকিরের মুক্তির দাবিতে বগুড়ার সাতমাথায় সড়ক অবরোধ করেছেন জেলার সকল স্তরের সাংবাদিক বৃন্দ।
বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলন বগুড়ার আয়োজনে, রবিবার ৫ ই মে দুপুর ১ টায়, বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এই সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সড়ক অবরোধের পূর্বে সাতমাথায় মানববন্ধন করেন সাংবাদিকবৃন্দ, মানববন্ধনে বক্তারা বলেন ফ্যাসিস্ট সরকারের দোসর ওসি মইনুদ্দিন তার অপকর্ম ও মামলা বাণিজ্য ঢাকতে, পরিকল্পিতভাবে একটি মহলের ইন্ধনে সাংবাদিক ওয়াহেদ ফকিরকে তুলে নিয়ে ২০ ঘন্টা থানায় আটক রেখে ফরমায়েশি বাদি সাজিয়ে মামলা প্রদান করেছে, এই ন্যাক্কারজনক ঘটনায় ওসি তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছে, তাই তাকে অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে, সেই সাথে সাংবাদিক ওয়াহিদ ফকিরের উপর করা মামলা প্রত্যাহার করে তাকে অতি দ্রুত মুক্তি দিতে হবে।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার সবুর শাহ লোটাস।
বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলন বগুড়ার প্রধান সমন্বয়ক ও মানবজমিন পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতিক ওমরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, সিনিয়র সাংবাদিক মির সাজ্জাদ আলী সন্তোষ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ সাইন, দৈনিক ইনকিলাব পত্রিকার উত্তরাঞ্চল ব্যুরো মহসিন আলী রাজু, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার বগুড়া অফিস প্রধান আবুল কালাম আজাদ, দৈনিক সাতমাথা পত্রিকার বার্তা সম্পাদক এফ শাহ জাহান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার কোষাধ্যক্ষ ফেরদৌস রহমান, সিনিয়র সাংবাদিক রেজাউল হক বাবু, বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলন বগুড়ার সমন্বয়ক তানভীর আলম রিমন, বৈশাখী টিভির বগুড়া প্রতিনিধি সুমন সরদার, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার কার্যনির্বাহী সদস্য মাহফুজ মন্ডল, সিনিয়র সাংবাদিক ইনসান আলি শেখ, এ্যাডভোকেট ফেরদৌসী আক্তার রুনা।
উল্লেখ্য, সাংবাদিক ওয়াহেদ ফকির একটি বাউল গানের কয়েকটি লাইন তার ফেসবুক ওয়ালে শেয়ার করার কারণে সদর থানার অফিসার ইনচার্জ বিনা ওয়ারেন্টে তাকে গ্রেফতার করে।