বগুড়ার কারবালায় এম এস মাহমুদ একাদশের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি নকআউট ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল।
শুক্রবার বিকেলে কারবালা টিটিসি মাঠে উক্ত খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন সরকার সিফাত।
বগুড়া জেলা শ্রমিক দলের সহ সভাপতি আফজাল হোসেন মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ এস এম ইমদাদুল হক, ১৬নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আঃ হামিদ, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি খন্দকার মাহমুদুর রহমান শিমু, শরিফুল ইসলাম মুক্তা, মোখলেছুর রহমান, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সেতু, যুগ্ন সাধারন সম্পাদক শাহ আলামিন সরকার, দপ্তর সম্পাদক মোস্তাফিজার রহমান সুমন, জেলার সদস্য মাহফুজুল আলম হীরক।
আরোও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক সুলতান মাহমুদ, যুগ্ন আহবায়ক রিপন হাসান সহ নেতৃবৃন্দ। উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহন করে নিশিন্দারা এস কে আর একাদশ বনাম বানদিঘী পূর্বপাড়া একতা ক্লাব। ম্যাচ রেফারি শিশির আহমেদ শান্ত এবং সহকারী জাহাঙ্গীর ও লিটন।