জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে বগুড়ায় মাসব্যাপী অ্যাথলেটিক প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

: খবর বিজ্ঞপ্তি
প্রকাশ: ৮ ঘন্টা আগে

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় বগুড়া জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার হল রুমে প্রধান অতিথি হিসেবে অ্যাথলেটিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম।

 

বগুড়া জেলা ক্রীড়া অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোস্তফা মোঘল। মাসব্যাপী এই অ্যাথলেটিক প্রশিক্ষণে ৪০ জন বালক ও বালিকাদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রধান অতিথির হাত থেকে সনদপত্র গ্রহণ করেন। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন মোঃ হান্নান মিয়া।