আদমদীঘিতে পুলিশ হেফাজতে থাকা আসামি পালিয়েছে

: ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৪ মাস আগে

বগুড়ার আদমদীঘি উপজেলায় ছিনতাইয়ের অভিযোগে আটক দুই ব্যক্তির একজন পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

গত ১৪ জানুয়ারি রাতে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের আমইল গ্রামে স্থানীয়রা ছিনতাইয়ের অভিযোগে উপজেলার ছাতিয়ানগ্রামের মোস্তাকিন পালোয়ানের পুত্র মোঃ রাজু পালোয়ান (৩৫) ও মো. খোকার পুত্র মোঃ কলম (৩৪) কে আটক করেন।

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজার এলাকা থেকে ছিনতাই করে ফেরার পথে আমইল গ্রামের শহিদুল ইসলামের বাড়ির সামনে পৌঁছলে স্থানীয় জনগণ তাদের আটক করে। পরে তাদের মারধর করে আহত করা হয়।

খবর পেয়ে আদমদীঘি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাদের আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মোঃ কলম নামের একজন আসামি বাথরুমে যাওয়ার সময় হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান। তিনি হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি ছিলেন । অপর আসামি মোঃ রাজু পালোয়ান এখনও ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জানান, পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে ।