আদমদীঘির জালাল উদ্দিন আহমেদ কলেজ এর সভাপতি হলেন ফরিদ হোসেন সরকার

: খবর বিজ্ঞপ্তি
প্রকাশ: ২ সপ্তাহ আগে

বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের জালাল উদ্দিন আহমেদ কলেজ এর এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মোঃ ফরিদ হোসেন সরকার। মোঃ ফরিদ হোসেন সরকার চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি।

গত ৭ মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ মাহবুব হাসান স্বাক্ষরিত পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উক্ত পত্র সূত্রে জানা গেছে, জালাল উদ্দিন আহমেদ কলেজ এর পূর্ণাঙ্গ গভর্নিং বডি গঠনের লক্ষ্যে এই পত্র ইস্যুর তারিখ থেকে ৬ মাস মেয়াদে ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। এই এডহক কমিটিতে যারা রয়েছেন তারা হলেন, সভাপতি মোঃ ফরিদ হোসেন সরকার (বোর্ড কর্তৃক মনোনীত), সদস্য সচিব অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) (পদাধিকার বলে), অভিভাবক সদস্য মোঃ আব্দুল মতিন (উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত) ও শিক্ষক প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান (জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত)। বিজ্ঞপ্তি