কানাডাকে মার্কিন অঙ্গরাজ্য বানানোর কোনো সুযোগই নেই: ট্রুডো

:
প্রকাশ: ৪ মাস আগে

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করার যে ইঙ্গিত দিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গতকাল মঙ্গলবার তিনি বলেছেন, এটা কোনোভাবেই সম্ভব হবে না।

খুদে ব্লগ লেখার সাইট এক্সে দেওয়া এক পোস্টে ট্রুডো লিখেছেন, ‘কানাডাকে যুক্তরাষ্ট্রের কোনো অংশে পরিণত করার সুযোগই নেই। আমাদের দুই দেশের শ্রমিক ও বিভিন্ন জনগোষ্ঠীর মানুষেরা একে অপরের বড় বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগী হিসেবে লাভবান হচ্ছেন।’