খাদে পড়ে মৃত্যু হয়েছে নোরা ফতেহির!পরবর্তীতে যা জানা গেল

: ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৪ মাস আগে

ক’দিন আগে লস অ্যাঞ্জেলেসের ভয়ঙ্কর দাবানাল থেকে বেঁচে ফিরেছেন। এর মাঝেই শিরোনামে নোরা ফতেহি। সমাজমাধ্যমে ছড়িয়েছে নায়িকার মৃত্যুসংবাদ। শোনা যায়, দুঃসাহসিক ক্রীড়ায় যোগ দিতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন তিনি। ‘বাঞ্জি জাম্পিং’-এ যোগ দিতে গিয়েই বিপত্তি। পাহাড়ের খাদে পড়ে গিয়েছেন নোরা। সেখানেই মৃত্যু হয় তাঁর। খবর ছড়িয়ে পড়তেই নোরার সহযোগী দলের তরফ থেকে কী জানলেন।

জন্মসূত্রে নোরা কানাডার নাগরিক। কিন্তু নাচের জন্যই ভারতে তাঁর আকাশছোঁয়া জনপ্রিয়তা। তাঁর নাচের ভিডিও অনুরাগীদের কাছে অন্যতম আকর্ষণ। সমাজমাধ্যমেও তাঁর অনুসরণকারীর সংখ্যা প্রায় ৭ কোটি। সম্প্রতি বলিউডে ১০ বছর সম্পূর্ণ করলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফতেহি। একাধিক ছবিতে তাঁর নাচ নজর কেড়েছে দর্শকের। নাচের রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনেও জায়গা পেয়েছেন নোরা। বলিউডের অন্যতম ব্যস্ত তারকা তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পেজের তরফে একটি ভিডিয়ো ভাগ করে নেওয়া হয়। সেখানে দেখা যাচ্ছে, পাহাড়ে মাঝে আটকে পড়েছেন এক মহিলা। সেই ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘‘বলিউড অভিনেত্রী নোরা ফতেহির দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।’’ অনেক দূর থেকে ভিডিওটি তোলায় মহিলার মুখ ছিল অস্পষ্ট। যদিও নোরার সহযোগী দলের তরফ থেকে এই খবর সম্পূর্ণ ভুয়ো বলেই উড়িয়ে দেওয়া হয়। নোরা যে একেবারে সুস্থ রয়েছেন সে বার্তাও দেওয়া হয়েছে।