রাজনীতির পেন্ডুলাম বা দোলক কখনো থেমে থাকে না। আজকে যা উদ্দীপনা ও উচ্ছ্বাস এনে দেয়, কাল সেটিই বাধা হয়ে দাঁড়াতে পারে। জাস্টিন ট্রুডোর এটি জানা উচিত ছিল। কারণ, তাঁর বাবা পিয়েরে ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী হিসেবে ১৫ বছর শাসন করার পর তাঁর ক্যারিশমা ও প্রগতিশীল নীতির প্রতি জনমনের ক্লান্তি দেখে ১৯৮৪ সালে পদত্যাগ করেছিলেন।
অনেক দিন ধরেই জাস্টিন ট্রুডোর কিছু সহকর্মী তাঁকে একটু ‘তুষারের মধ্যে হাঁটাহাঁটি করে আসার’ পরামর্শ দিচ্ছিলেন। তুষারের মধ্যে হাঁটার কথাটি প্রতীকী। জাস্টিন একবার বলেছিলেন, তাঁর বাবা পিয়েরে ট্রুডো তাঁকে বলেছিলেন, তিনি (পিয়েরে ট্রুডো) একবার তুষারঢাকা পথে হাঁটতে হাঁটতে গভীর চিন্তা করেছিলেন এবং সে সময়ই পদত্যাগ করবেন বলে ঠিক করেছিলেন।
এ ইঙ্গিত দিয়ে জাস্টিন ট্রুডোর সহকর্মীরা আসলে তাঁকে বলতে চাইছিলেন, তিনি যেন নিজের অবস্থান মূল্যায়ন করেন এবং তাঁর জনপ্রিয়তা কমতে শুরু করার মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেন।