বগুড়া সদর ইউসিসিএ লিঃ এর সভাপতি  হলেন জয়নাল আবেদীন চাঁন

: খবর বিজ্ঞপ্তি
প্রকাশ: ৮ ঘন্টা আগে

কোতয়ালী ইউসিসিএ লিঃ বগুড়া সদর এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৫ উপলক্ষে বিশেষ সাধারণ সভা মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের কৈগাড়ী বিআরডিবি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন চিংগাসপুর কৃষক সমবায় সমিতি লিঃ এর সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন।সাধারণ সভা শেষে তফশীল মোতাবেক উক্ত ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির ৮টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মনোনয়ন পত্র দাখিলকারী প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

কোতয়ালী ইউসিসিএ লিঃ এর নির্বাচন কমিটির সভাপতি ও গাবতলী উপজেলা সমবায় অফিসার মোঃ জয়নুল আবেদীন নির্বাচিতদের নাম ঘোষণা করেন। নির্বাচিতরা হলেন- সভাপতি জয়নাল আবেদীন চাঁন, সহ-সভাপতি মোঃ শাহ্ জামাল হোসেন, পরিচালক শ্রী নির্মল চন্দ্র দেবনাথ, শাহ মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, মোঃ আব্দুল গফুর কাজী, মোঃ মোফাজ্জাল হোসেন।

 

এতে উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির সদস্য ও জেলা সমবায় অফিসের পরিদর্শক মোঃ ছারোয়ার কবির ও নির্বাচন কমিটির সদস্য ও সদও উপজেলা বিআরডিবি’র জুনিয়ার অফিসার (হিসাব রক্ষক) মোঃ আব্দুর রউফ।