বগুড়া সিটি গার্লস স্কুল এন্ড কলেজ এর এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা, ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী। গত ৮ মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ মাহবুব হাসান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উক্ত পত্র সূত্রে আরও জানা গেছে, বগুড়া সিটি গার্লস স্কুল এন্ড কলেজ এর পূর্ণাঙ্গ গভর্নিং বডি গঠনের লক্ষ্যে এই পত্র ইস্যুর তারিখ থেকে ৬ মাস মেয়াদে ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। এই এডহক কমিটিতে যারা রয়েছেন তারা হলেন- সভাপতি অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী (বোর্ড কর্তৃক মনোনীত), সদস্য সচিব- অধ্যক্ষ বগুড়া সিটি গার্লস স্কুল এন্ড কলেজ (পদাধিকার বলে), অভিভাবক সদস্য মোঃ আলমগীর আদিল (উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত) ও শিক্ষক প্রতিনিধি মোছাঃ জেসমিন আখতার (জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত)।