বগুড়ায় আ.লীগ নেতা গ্রেপ্তার

: ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩ মাস আগে

বগুড়ার শেরপুরে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় ৮ নং সুঘাট ইউপির ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নামদার হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত ২টা ৪৫ মিনিটে চকনশি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. নামদার হোসেন উপজেলার সুঘাট ইউনিয়নের চকনশি গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার আসামি মো. নামদার হোসেনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।