বগুড়ায় দিন দুপুরে ছিনতাই: চাপাতিসহ তিন যুবক গ্রেপ্তার

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

বগুড়ায় ছিনতাই মামলার মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার বিকাল ও রাতে শহরের কলোনি বটতলা ও সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি ধারালো চাপাতি ও ছিনতাইকৃত নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—শাজাহানপুর উপজেলার লতিফপুর মধ্যপাড়া এলাকার আজিজ শেখের ছেলে আরিফ শেখ (৩২), চকফরিদ কলোনির আব্দুল খালেক বাদলের ছেলে তারিকুল ইসলাম তারেক (৩১) এবং গণ্ডগ্রামের খোরশেদ আলম বুদুর ছেলে মো. জাহিদ। শুক্রবার বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ইনচার্জ ইন্সপেক্টর ইকবাল বাহার।

ডিবির এই কর্মকর্তা জানান, গত বছরের ২১ ডিসেম্বর বেলা পৌণে ১১টার দিকে বগুড়া শহরের চকফরিদ কলোনির ফাতেমা কোর্টেজের সামনে যমুনা গ্যাস সিলিন্ডারের ম্যানেজার মো. তারেকের কাছ থেকে ৯ লাখ ১৬ হাজার টাকা ছিনতাই করা হয়। ছিনতাইকারীরা তার ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ২২ ডিসেম্বর বগুড়া সদর থানায় একটি মামলা হয় (মামলা নম্বর ৫৬/২২, ধারা ৩৯৪ দণ্ডবিধি)।

ঘটনার তদন্তে নেমে ডিবি শহরের কলোনি বটতলা থেকে মূল হোতা আরিফ শেখকে আটক করে। তার প্যান্টের কোমরের পেছনে বিশেষভাবে লুকানো ছিল ১৫ ইঞ্চি লম্বা চাপাতি। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাকিদের গ্রেপ্তার করা হয় এবং উদ্ধার হয় ছিনতাইকৃত টাকা।

বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার বলেন, “আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। তাদের রিমান্ডের আবেদন করা হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

গ্রেপ্তারকৃত আরিফ শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি পৃথক মামলাও দায়ের করা হয়েছে।