বগুড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

: ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২ সপ্তাহ আগে

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আজ সকালে বগুড়া প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিশিষ্ট সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, সাপ্তাহিক বাংলা টেলিগ্রামের সম্পাদক রায়হান আহম্মেদ তালুকদার রানা, এশিয়ান এজের সাংবাদিক মামুনুর রশিদ, সাংবাদিক রাহাত রিটু, সাংবাদিক জহুরুল ইসলাম, সাংবাদিক সুমন সরদারসহ অনেকে।

বক্তারা বলেন, একটি স্বাধীন ও মুক্ত গণমাধ্যম রাষ্ট্রের গণতন্ত্রকে সমৃদ্ধ করে। তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীনতা এবং তথ্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় আরও বলা হয়, বিশ্ব গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান বর্তমানে ১৮০টি দেশের মধ্যে ১৪৯তম, যেখানে স্কোর ৩৩.৭১। এই পরিসংখ্যান সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানটি সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।